শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হাইস্কুলে পরীক্ষা চলাকালে বহিরাগতদের হামলা

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: দৌলতপুরের বড়গাংদিয়া হাইস্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগতরা হামলা চালিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি ও অশ্লীল ভাষায় গালমন্দ করার প্রতিবাদে অভিভাবকবৃন্দ সমাবেশ করেছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বড়গাংদিয়া হাইস্কুল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উল্লেখ করা হয় শিক্ষার পরিবেশ বিঘিœত ও বিকট শব্দে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় অমনযোগী হয়ে পড়ার কারণে স্কুল সংলগ্ন একটি ’স মিল অভিযোগের ভিত্তিতে প্রশাসন বন্ধ করে দেয়। এরই প্রেক্ষিতে ’স মিল মালিক ও পার্শ্ববর্তী বোয়ালিয়া গ্রামের দিপু নামে এক ব্যক্তি ২৫-৩০ জন বহিরাগত লোকজনকে ভাড়া করে বুধবার বেলা ১১টার দিকে স্কুলে হামলা চালায়। এ সময় হামলাকারীরা স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের অশ্লীল ভাষায় গালমন্দ করে বিশৃংখল পরিবেশের সৃষ্টি করলে পরীক্ষার্থীরা আতংকিত ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

অনলাইন আপডেট

আর্কাইভ