বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চকরিয়ায় সওজের বিতর্কিত জায়গায় বহুতল মার্কেট নির্মাণের কাজ উদ্বোধন

চকরিয়া সংবাদদাতা : চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের একটি বিতর্কিত জায়গায় মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে ওয়ান সেভেন স্টার শপিং কমপ্লেক্স নামে বহুতল স্থাপনা নির্মাণকারী ডেভলপার কোম্পানি ওয়ান প্রপার্টিজ লিঃ। এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় আ’লীগ নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত ২৯ নবেম্বর চকরিয়া পৌর শহরের পুরাতন স্টেশনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্বপার্শ্বে লাগোয়া সওজের অধিগ্রহণকৃত জায়গায় মার্কেটটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ ঘটনায় সওজ বিভাগ ও স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সড়ক বিভাগ জানায়, চকরিয়া পৌরশহর এলাকায় মহাসড়কের দু’পাশে উদ্বোধনকৃত জায়গাসহ ৫০ ফিট জায়গা তাদের অধিগ্রহণকৃত। এ জায়গা পরবর্তীতে হাইওয়ে মহাসড়কের জন্য ব্যবহার করা হবে। কিন্তু পৌর এলাকার করাইয়াঘোনার মৃত মোস্তাক আহমদের ছেলে নুরুল ইসলাম, নাজিম উদ্দিন ও সেলিমগংরা বেশ কিছুদিন যাবৎ ওই জায়গা দখলে রেখে মার্কেট নির্মাণের পরিকল্পনা করে আসছিল। সর্বশেষ গত ২৯ নবেম্বর তারা ওয়ান প্রপার্টিজ লিঃ নামে একটি ডেভলপার কোম্পানিকে দিয়ে ওয়ান সেভেন স্টার শপিং কমপ্লেক্স নামে ওই বিতর্কিত জায়গায় চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য আলহাজ্ব মৌলভী ইলিয়াছ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলমসহ স্থানীয় আ’লীগ নেতাদের দিয়ে ওই মার্কেট নির্মাণের কাজ উদ্বোধন করেন। সওজ আরো জানায়, ওই জায়গায় স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করার জন্য ইতোপূর্বে বেশ কয়েকবার নোটিশসহ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তাও না মেনে এখন এমপি মহোদয়কে দিয়ে উদ্বোধন করে কাজ চালাচ্ছেন তারা। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া বলেন, সওজের জায়গায় মার্কেট নির্মাণের কথা জেনেছি। এব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য চকরিয়ার এসডিকে দায়িত্ব দেয়া হয়েছে। মার্কেট নির্মাণকারী মো. সেলিম জানান, জায়গাটি তাদের ক্রয়কৃত ও খতিয়ানভুক্ত।

অনলাইন আপডেট

আর্কাইভ