শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রোহিঙ্গাদের জন্য পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

১০ ডিসেম্বর, পার্সটুডে : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর বর্বরোচিত দমন অভিযানের প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর বন্দরনগরী করাচিতে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘আমাদের অধিকার রক্ষা করুন’, ‘রোহিঙ্গা মুসলমানদের সাহায্য প্রয়োজন’, ‘মুসলিম হওয়ার কারণে আমাদেরকে হত্যা বন্ধ করুন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড চোখে পড়ে।
বিক্ষোভকারীরা মিয়ানমার সরকারের বিরুদ্ধে সেøাগান দেওয়ার পাশাপাশি অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহবান জানান। করাচির পাশাপাশি পাকিস্তানের প্রায় সব শহরেই রোহিঙ্গা মুসলমানদের সমর্থনে বিক্ষোভ মিছিল হওয়ার খবর পাওয়া গেছে।
গত কয়েক দশক ধরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর সরকারি পৃষ্ঠপোষকতায় দমন অভিযান চলছে। তবে তাদের ওপর সেনাবাহিনীর চলমান দমন অভিযান শুরু হয় গত ৯ অক্টোবরের এক ঘটনার পর। ওই দিন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের একটি ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নয় পুলিশ কর্মকর্তা নিহত হয়।
সরকার ওই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে। এরপর থেকে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ঢালাওভাবে হত্যা ও ধর্ষণ চালাচ্ছে বলে মুসলমানরা অভিযোগ করেছেন। তারা বলছেন, সেনাবাহিনী রাখাইন প্রদেশে মুসলমানদের গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ