শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জেনিংসের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : জেনিংসের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে সফরকারী ইংল্যান্ড। মুম্বাইয়ে নিজের অভিষেক টেস্ট খেলতে নেমেই ওপেনার হিসেবে সেঞ্চুরি হাঁকান ইংল্যান্ডের কিটন জেনিংস। তার ১১২ রানের সুবাদে প্রথম দিন ইংল্যান্ডের সংগ্রহ ৫/২৮৮। প্রথম দিন ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৭৫ রানে ৪ উইকেট নেন। তরুণ ব্যাটসম্যান হাসিব হামিদ মোহালি টেস্টে হাতের আঙ্গুলে আঘাত পান তাই ভারতের বিপক্ষে পরের দুই টেস্টের জন্য স্কোয়াডে সুযোগ পান জেনিংস। কুক টস জিতে ব্যাটিং নিলে,  প্রথম থেকেই সাবলীল ছিলেন জেনিংস। উদ্বোধনী জুটিতে ১শ’ রানের কোটা স্পর্শ করার দ্বারপ্রান্তে পৌঁছে যায় কুক-জেনিংস জুটি। কিন্তু ৪৬ রানে থাকা কুককে বিদায় দেন জাদেজা। কুকের বিদায়ে জেনিংসের সঙ্গী হন জো রুট। কিন্তু রুটকে ২১ রানে বিদায় করেন অশ্বিন। অভিষেক টেস্ট খেলতে নেমে নিজের ১৮৬তম বলে সেঞ্চুরি তুলে নেন জেনিংস। ইংল্যান্ডের অষ্টম ওপেনার হিসেবে এবং ১৯তম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়লেন জেনিংস। সেঞ্চুরির পর মঈনকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন জেনিংস। কিন্তু ৫০ রান করার পর অশ্বিনের দ্বিতীয় শিকারে পরিণত হন মঈন। দু’বল পরই জেনিংসকেও তুলে নেন অশ্বিন। ফলে দারুণভাবে খেলায় ফিরে ভারত। দলীয় ২৩০ রানেই মঈন ও জেনিংসের বিদায় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পান অশ্বিন। দলীয় ২৪৯ রানে জনি বেয়ারস্টোর উইকেটও তুলে নেন অশ্বিন। যেখানে জনি বেয়ারস্টোর অবদান মাত্র ১৪। স্টোকস ২৫ ও বাটলার ১৮ রান নিয়ে দিন শেষ করেন। অশ্বিনের ৪ উইকেট শিকার ছাড়াও অন্য ১টি উইকেট নিয়েছেন জাদেজা। এ ম্যাচে ৪ উইকেট নিয়ে টেস্টে উইকেট শিকারে ভারতের সাবেক পেসার জাভাগল শ্রীনাথকে ছাড়িয়ে গেছেন অশ্বিন। এখন তার উইকেট সংখ্যা ২৩৯। শ্রীনাথের ২৩৬।

অনলাইন আপডেট

আর্কাইভ