শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু

৮ ডিসেম্বর, এনডি টিভি : ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার শোকে দেশটিতে ৭৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মারা যান তামিলদের কাছে ‘আম্মা’ হিসেবে পরিচিত জয়ললিতা।

এরপর বুধবার এক বিবৃতিতে জয়ললিতার দল এআইএডিএমকে দাবি করেছে, জয়ললিতার অসুস্থতা ও মৃত্যুশোকে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। দলটির পক্ষ থেকে শোকে মৃত ব্যক্তিদের পরিবারকে তিন লাখ রুপি অনুদান দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এআইএডিএমকে বলছে, জয়ললিতার মৃত্যুর খবরে শোকে আত্মহত্যার চেষ্টা করেন দলীয় এক নেতা। আরও এক ব্যক্তি তার নিজের আঙুল কেটে ফেলেন।

এ দু'জনকে মোট ৫০ হাজার রুপি দেয়া হবে। বাকি অর্থ মৃত ৭৭ জনের পরিবারের মধ্যে ভাগ করে দেয়া হবে।

বিবৃতিতে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

উল্লেখ্য, জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পান্নিরসিলভাম।

অনলাইন আপডেট

আর্কাইভ