বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

তুরানের হ্যাটট্রিকে বার্সেলোনার সহজ জয়

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনার পক্ষে হ্যাটট্রিক করলেন আর্দা তুরান। মঙ্গলবার রাতে ঘরের মাঠ কাম্প নউয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। শুরুতে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন তুরান। প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে জিতেছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচ জয়শূন্য ছিল বার্সেলোনা, শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র।
ষষ্ঠদশ মিনিটে বাঁ-দিকের বাইলাইনের কাছ থেকে তুরানের কাটব্যাক ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্জেন্টিনা অধিনায়ক। দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের ব্যবধানে তুরান দুবার বল জালে পাঠালে ম্যাচ বার্সেলোনার নিয়ন্ত্রণে চলে যায়। ৫০তম মিনিটে দেনিস সুয়ারেসের ক্রসে হেডে লক্ষ্যভেদের পর আলেইস ভিদালের বাড়ানো বলে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই তুর্কি মিডফিল্ডার। ৬৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তুরান। ডান দিক থেকে স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আলকাসেরের নীচু করে বাড়ানো বল ফাঁকায় পেয়ে কোনাকুনি শট নেন তিনি। বল গোলরক্ষকের গায়ে লেগে ভিতরে ঢুকে যায়।এই জয়ের পর ছয় ম্যাচের পাঁচটিতে জেতা বার্সেলোনার পয়েন্ট হলো ১৫। ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়া পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৯।স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস পেরেসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলকে ৪-১ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্সেনাল।

অনলাইন আপডেট

আর্কাইভ