শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মৃত্যু ঝুঁকিতে নাইজেরিয়ার ৭৫ হাজার শিশু!

৬ ডিসেম্বর, বিবিসি : আফ্রিকার অন্যতম জনবহুল দেশ নাইজেরিয়া। জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলার কারণে গত কয়েক বছর অস্থিতিশীল হয়ে পড়েছে দেশটি। খাদ্য, ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে দেশর ৭৫ হাজার শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই ত্রাণ না পেলে এসব শিশু মারা যাবে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বোকো হারামের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নাইজেরিয়া এক কোটি ৪০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য প্রয়োজন। এ পরিমাণ মানুষকে সাহায্য করার মতো প্রয়োজনীয় তহবিল জাতিসংঘের কাছে নেই।
তেল সমৃদ্ধ নাইজেরিয়ায় ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য ২০০২ সালে সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে বোকো হারাম। সংঘাত শুরুর পর ২০০৯ সালে তা চরম আকার ধারণ করে। আন্তর্জাতিক বাহিনীর সহায়তায় জঙ্গিদের দখলে থাকা বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তবে গত কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছ হাজার হাজার মানুস। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে ২৬ লাখ মানুষ। তবে এখনো অনেক এলাকা জঙ্গিদের দখলে থাকায় সেখানে মানুবক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া পর্যাপ্ত তহবিলের অভাবেও অনেক জায়গায় ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক জায়গায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
দুর্ভিক্ষপিড়ীত এলাকায় খাবার নেই, পানি নেই। এমনকি প্রয়োজনীয় ওষুধও নেই। জাতিসংঘের মানবিক সাহায্য বিভাগের কর্মকর্তা পিটার লুন্ডবার্গ বলেছেন, ভয়াবহ দুর্ভিক্ষ ক্রমশই দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। ২০১৭ সালের মধ্যে নাইজেরিয়ার মধ্যে দেশটির এক কোটি ৪০ লাখ মানুষের কাছে মানবিক সাহায্য না পৌঁছালে সংকটে পড়বে ৪০ লাখ মানুষ। এছাড়া ৭৫ হাজার শিশু মৃত্যুর দ্বারপ্রান্তে দাড়িয়ে আছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে আর্থিক সাহায্য চেয়ে জাতিসংঘ।

অনলাইন আপডেট

আর্কাইভ