ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হলেন মোজাম্মেল হক খান

অনলাইন ডেস্ক: ড. মো. মোজাম্মেল হক খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন কামাল আবদুল নাসের চৌধুরী। তাকে গত ২৭ নভেম্বর নিজের দফতরের মুখ‌্য সচিবের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোজাম্মেল হক খান এর আগে সড়ক বিভাগ; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ২৭ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হওয়ার পর ওই বছর ৪ আগস্ট একই মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পান মোজাম্মেল। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্বে থাকার সময় ২০১৪ সালের ২০ মার্চ পদোন্নতি পেয়ে তিনি জ্যেষ্ঠ সচিব হন।

অনলাইন আপডেট

আর্কাইভ