মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

বার্সেলোনাকে জিততে দিলনা রামোস

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ছন্দ হারিয়ে ফেলা বার্সেলোনা দারুণভাবে ফিরেছিল দ্বিতীয়ার্ধে। অনেকগুলো সুযোগ নষ্ট করেও লুইস সুয়ারেসের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়েয়ায় স্বাগতিকরা। তবে ম্যাচের শেষ মুহূর্তে সের্হিও রামোসের গোলে সমতায় শেষ হলো মওসুমের প্রথমক্লাসিকো। লা লিগায় এ নিয়ে টানা তিনটি ম্যাচ ড্র করলো লুইস এনরিকের দল। অন্যদিকে এ মওসুমে এখন পর্যন্ত অপরাজিতই থাকলো রিয়াল।শনিবার কাম্প নউতে ১-১ গোলের এই ড্রয়ে শীর্ষে থাকা জিনেদিন জিদানের দলের সঙ্গে বার্সেলোনার ব্যবধান ৬ পয়েন্টই ।টানা ৩২ ম্যাচ অপরাজিত থেকে খেলতে নেমেছিল রিয়াল। অন্যদিকে, গত চার ম্যাচের তিনটিতেই হোঁচট খেয়েছিল বার্সেলোনা। প্রথমবারের মতো লিওনেল মেসির নেতৃত্বে ক্লাসিকো খেলতে নামে  স্বাগতিকরা । দশম মিনিটে ডি-বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন নেইমার। ব্রাজিল ফরোয়ার্ডের ক্রস থেকে সের্হি রবের্তোর ভলি রামোসের বাহুতে লাগলে পেনাল্টির আবেদন জানায় বার্সেলোনার খেলোয়াড়রা। রেফারি সাড়া দেননি। সাত মিনিট পর মেসির ফ্রি-কিকে বল যায় গোলরক্ষক কেইলর নাভাসের হাতে। ২১তম মিনিটে নেইমারের কাটব্যাকে অনেকটা ফাঁকায় থাকা সুয়ারেসের শট ঠেকিয়ে দেন রাফায়েল ভারানে।পরের মিনিটেই লুকাস ভাসকেসের ক্রসে ডি-বক্সের ভেতর থেকে করিম বেনজেমার ভলি প্রতিহত হয় বার্সেলোনার রক্ষণে। ৩৭তম মিনিটে বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন রোনালদো। কর্নারের বিনিময়ে জোরালো শটটি ঠেকান মার্ক আন্ড্রে টের স্টেগান। ৫৩তম মিনিটে বাঁ দিক থেকে নেইমারের ফ্রি-কিকে লাফিয়ে উঠে হেড করে বল জালে পাঠান সুয়ারেস। ৬৮তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন নেইমার। তার  শট যায় ক্রসবারের সামান্য উপর দিয়ে। ৭১তম মিনিটে নেইমারের জোরালো শট ঠেকিয়ে রিয়ালকে বাঁচান ভারানে। ৮২তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মেসিও। সুযোগ নষ্টের পরও জয় দেখছিল কাম্প নউয়ের প্রায় ৯০ হাজার দর্শক। তবে ৯০তম মিনিটে লুকা মদ্রিচের ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে রিয়ালকে সমতায় ফেরান রিয়াল অধিনায়ক। ১৪ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট শীর্ষে রিয়াল। ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

অনলাইন আপডেট

আর্কাইভ