শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

শহীদ জিয়ার সমাধি নিয়ে টানাটানির প্রচেষ্টা সরকারের প্রতিবন্ধী আচরণের বহিঃপ্রকাশ - ডা. শাহাদাত হোসেন

 চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলে দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তাই সমাজের প্রতিবন্ধীদের জন্য কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। সমাজের বিত্তশালীদের প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডা. শাহাদাত আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি, তিনি মুক্তিযুদ্ধাদের সুসংগঠিত করে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত রণাঙ্গণে যুদ্ধ করেছিলেন। এদেশের মানুষের অন্তরের সাথে মিশে আছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি নিয়ে টানাটানির প্রচেষ্টা সরকারের প্রতিবন্ধী আচরণের বহিঃপ্রকাশ। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে যে রূপরেখা দিয়েছেন সে বিষয়ে অচিরেই সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত আরও বলেন, মানসিক প্রতিবন্ধী অনেক ক্ষেত্রে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বর্তমান সরকারেরও তাই হয়েছে। বেগম জিয়ার নির্বাচন কমিশন নিয়ে যে রূপরেখা দিয়েছে তা নিয়ে প্রতিনিয়ত তাচ্ছিল্য করে যে আচরণ সরকারের মানসিক প্রতিবন্ধীর ন্যায়। তিনি অদ্য চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন (সিডিডিএস) এর সাধারণ সম্পাদক জাহেদুল আলমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।তিনি ৩ ডিসেম্বর, বিকালে  চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন (সিডিডিএস) উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন (সিডিডিএস) এর সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে মোঃ তসলিম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহেদুল করিম কচি, বিএনপি নেতা বাবু টিংকু দাশ, কামরুল ইসলাম, গাজী মোঃ সিরাজ উল্লাহ, আলাউদ্দিন আলী নুর, তৌহিদুস সালাম নিশাদ, সৈয়দ আবুল বশর, জিয়াউর রহমান জিয়া, প্রতিবন্ধী সংগঠন নেতা আব্দুল গফুর প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ