শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

তানোরে সড়কের উন্নয়ন নেই ॥ চলাচলে দুর্ভোগ

তানোর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর তানোরের সংস্কারবিহীন রাস্তাগুলো নিয়ে মহাবিপদে পড়েছেন সেখানকার কৃষকরা। এসব রাস্তা মেরামতে যেন কারো মাথাব্যথাই নেই।
এসময় রাত দিন সমান তালে চলছে ধান মাড়াই ও আলু রোপনের কাজ। এ সময়টায়  মহাব্যস্ত থাকেন তানোরের কৃষক। ইতিপূর্বেই আমন ধান কাটা তোলা শেষ হয়েছে। এখন চলছে পুরোদমে আলু রোপনের জন্যে জমি তৈরীর সার মজুত সহ বিজ আনা নেওয়ার কাজ। কিন্তু বছররের পর বছর পার হলেও সাংস্কারের অভাবে তানোরের সবগুলো রাস্তা অকেজো হয়ে পড়েছে। এজন্যেই তানোর উপজেলার কৃষক ও চাষিদের কাছে মূল রাস্তাথেকে শুরু করে গ্রামীণ রাস্তাগুলো হয়ে পড়েছে গলার কাটা। ফলে দীর্ঘদিন থেকে রাস্তার এমন ভয়াবহ পরিস্থিতি হলেও কর্তৃপক্ষের নেই কোন মাথাব্যথা। বাধ্য হয়েই ভাঙ্গাচুরা রাস্তা দিয়েই মালামাল বহন করতে হচ্ছে কৃষকদের। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় তানোরের প্রতিটি ধানের মাঠ বা জমি থেকে ধান উত্তোলন শেষ হওয়া মাত্রই শুরু হয়েছে আলু লাগানোর প্রস্তুতি। কেউ জমি চাষে ব্যস্ত আবার কেউ রোপণে ব্যস্ত দিন পার করছেন। যেন দম ফেলার সময় নেই কৃষকদের। জমি থেকে কাটা ধান বহনে ব্যবহার হয় গরু মহিষের গাড়ি, ট্রলি ও ভুটভুটি। প্রতিদিন এসব যানবাহন অকেজো রাস্তার খানাখন্দে পড়ে নষ্ট হচ্ছে ।  উপজেলার গ্রামীণ কোন পাকা রাস্তা ভালো হয়ে নেই। প্রতিটি রাস্তা বর্তমানে মাটির কাঁচা রাস্তার চেয়েও খারাপ হয়ে পড়েছে। যেন কৃষক চাষিদের কাছে রাস্তাগুলো অভিসাপ এনে দিয়েছে। এসব রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলতে চলতে অভ্যস্ত হয়ে পড়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ