শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সোহাগ গাজী ও সানীর অ্যাকশন আবারও প্রশ্নবিদ্ধ

স্পোর্টস রিপোর্টার : সোহাগ গাজী ও আরাফাত সানীর বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে তাদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। এর আগে বাঁহাতি স্পিনার আরাফাত সানীর অ্যাকশনে অবৈধ ঘোষণা করেছিল আইসিসি। অ্যাকশন পরিবর্তনের ফলে চলতি মাসের সেপ্টেম্বরে আবারও তাকে বোলিং করার ছাড়পত্র দেয় আইসিসি। এছাড়া সোহাগ গাজীও বোলিং অ্যাকশনে অবৈধ হওয়ার পর নিজেকে শুধরে নিয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বোলিংয়ের অনুমতি পান। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, নিজেদের প্রস্তুত করতে পারলে জাতীয় পর্যায়ে তাদের সুযোগ দেবেন নির্বাচকরা। চলতি বিপিএল আসরে এই দুই স্পিনারের উপর ভর করে উড়ে চলছে রংপুর রাইডার্স। এবার ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন সানি। আর ১০টি উইকেট পেয়েছেন সোহাগ গাজী। বিপিএল পর্ব শেষ হওয়ার পর বোলিং পর্যবেক্ষণ কমিটির সদস্যরা তাদের বোলিং মূল্যায়ন করবেন। এখানে ইতিবাচক পারফরম্যান্স দেখাতে পারলেই জাতীয় দলের হয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ডাক পেতে পারেন তারা।

অনলাইন আপডেট

আর্কাইভ