শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ৪ লেনের রাস্তা নির্মাণের দাবি

লালমনিরহাট সংবাদদাতা : বিভাগীয় শহর রংপুর থেকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ৪ লেন মহাসড়কের দাবীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার ব্যানারে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলাবাসী। এ মানববন্ধনে সাংস্কৃতিককর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের কয়েকশত জনগন অংশ গ্রহণ করেন। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, লালমনিরহাট পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ ফাতেমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম রিপন, সাংবাদিক মোঃ মোফাখখারুল ইসলাম মজনু, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুল, মোঃ আবু হাসনাত রানা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম টিটু, জেলা ট্রাক্টর মালিক সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রমুখ।
 মানববন্ধনে বক্তাগণ সম্প্রতি ঘোষিত নির্মাণের অপেক্ষায় ৪ লেন মহাসড়কটি রংপুর-ডিমলা হয়ে তিস্তা নদীর উপর দিয়ে জেলার পাটগ্রাম স্থলবন্দর পর্যন্ত নির্মাণের পরিবর্তে রংপুর থেকে লালমনিরহাট শহর হয়ে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত নির্মাণের দাবী জানান।
এছাড়াও বক্তাগণ ধরলা সেতুর পশ্চিমাংশ থেকে লালমরিহাট শহর সংযোগ সড়ক ও বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকা পর্যন্ত আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন চালুর দাবীসহ জেলা শহরের সকল জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবী জানায়। উল্লেখ গত শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে বড়বাড়ী ইউনিয়ন পর্যন্ত যান চলাচলের অযোগ্য প্রায় ৫ কিলোমিটার জাতীয় মহাসড়ক দ্রুত সংস্কারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। মহেন্দ্রনগর ইউনিয়নের স্থানীয় কদমতলা উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয় মহাসড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থাণীয় জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ