শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আফগানিস্তানে বিমান হামলায় ৯ আইএস সদস্য নিহত

২৮ নবেম্বর, বিবিসি : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ননগড়হার প্রদেশে গত রোববার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের নয়জন সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার আফগান সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘ননগড়হার প্রদেশের পার্শ্ববর্তী অনেক এলাকায় জোটের ওই বিমান হামলা চালানো হয়। এতে আইএসের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ একটি বাঙ্কার ধ্বংস হয়।’
বিবৃতিতে বলা হয়, ‘এ বিমান হামলা এতোই নির্ভুল ছিল যে এতে বেসামরিক নাগরিকের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’ এতে আরো বলা হয়, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে এভাবে নির্ভুল হামলা চালালে প্রত্যন্ত এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্কের কর্মকা- দুর্বল হয়ে পড়বে।
আফগানিস্তানে ২০১৫ সালের গোড়ার দিকে আইএসের উত্থানের পর থেকেই ননগড়হার প্রদেশে নিরাপত্তা বাহিনী ও আইএসের মধ্যে প্রায় যুদ্ধ হচ্ছে। তবে সেখানে বিমান হামলার ব্যাপারে আইএসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ