শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি ও অস্ত্রসহ ৬ জন গ্রেফতার

খুলনা অফিস : খুলনা জেলা গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ম্যাগনেট ও কষ্টিপাথরের মূর্তি প্রতারক চক্রের তিন সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৫ কেজি ওজনের একটি পাথরের মূর্তি, দুটি অস্ত্র, ২টি কার্তুজ ও ৯টি হাতবোমা উদ্ধার হয়েছে। গ্রেফতাকৃতদের মধ্যে সাজা প্রাপ্ত আসামীও রয়েছে। উদ্ধার হওয়া পাথরের মূর্তিটির দাম ৫০ কোটি টাকা বলে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃতরা। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আক্কাস আলী পিপিএম জানান, রোববার সকালে জেলার রূপসা উপজেলার কুদিরবটতলা এলাকা থেকে ম্যাগনেট ও কষ্টিপাথরের মূর্তি প্রতারক চক্রের সদস্য ইউসুপ আলীকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে বাগেরহাট জেলার চিতলমারী এলাকা থেকে লিটন মোল্লা ও মামুনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ কেটি ওজনের একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার মূল্য গ্রেফতারকৃতরা জানিয়েছে ৫০ কোটি টাকা। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামে অভিযান চালিয়ে মোক্তার হোসেন (২৭), আবু মুসা ফকির (৫২) ও রমজান বিশ্বাসকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি সাটারগান, দুটি কার্তুজ ও ৯টি হাতবোমা উদ্ধার হয়। আবু মুসা ফকির একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। রমজান বিশ্বাস একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী।

অনলাইন আপডেট

আর্কাইভ