শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

অবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ সাংবাদিক হয়রানি বন্ধ করুন -সাংবাদিক ইউনিয়ন বগুড়া

বগুড়া অফিস : সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ বলেছেন, বর্তমানে চরম দুঃসময় পার করছে সাংবাদিক সমাজ। দেশের প্রথিতযশা সাংবাদিকদের একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে একের পর এক প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন পত্রিকা বন্ধ করে দেয়া হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের পেশার মান-মর্যাদা ও আর্থিক অবস্থা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অথচ এ বিষয়ে বর্তমান সরকার নির্বিকার। সাংবাদিক সমাজ এহেন অবস্থার অবসানে সরকারের বাস্তবোচিত পদক্ষেপ প্রত্যাশা করছে। সেই সঙ্গে বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সংগতি রেখে অনতিবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে জোর দাবি জানাচ্ছে। সেই সাথে বন্ধ সকল সংবাদপত্র চালুসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে সরকাররের প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার-এর সভাপতিত্বে বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, দৈনিক মহাস্থান সম্পাদক মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আব্দুর রহিম হিরু,রেজাউল হাসান রানু, দৈনিক বগুড়া’র বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন, দৈনিক দূরন্ত সংবাদ সম্পাদক সবুর শাহ্ লোটাস, দৈনিক বগুড়া’র মফস্বল সম্পাদক বাদল চৌধুরী, দৈনিক ইনকিলাব এর স্টাফ রিপোর্টার মাহফুজ মন্ডল, দৈনিক নয়া দিগন্ত স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, দৈনিক সংগ্রাম এর জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দৈনিক মানব জমিন এর জেলা প্রতিনিধি প্রতীক ওমর, দৈনিক সংবাদ কণিকা’র বার্তা সম্পাদক ইউনুস আলী, দৈনিক বাংলা বুলেটিন এর বার্তা সম্পাদক সুমন সরদার, দৈনিক উত্তরকোণ এর বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক খোলা কাগজ এর জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি শফিকুল ইসলাম শফিক, দৈনিক মুক্ত জমিন’র নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ তালুকদার, ডেইলী নিউ নেশন এর জেলা প্রতিনিধি ফেরদৌসুর রহমান, বগুড়া সংবাদ এর সম্পাদক জাফর আহম্মেদ মিলন, এনটিভি’র স্টাফ ক্যামেরা পার্সন এমদাদুল হক, এটিএন বাংলা’র ক্যামেরাপার্সন আব্দুল হাকিম, বগুড়া প্রেস ক্লাব সদস্য আব্দুস সালাম, দৈনিক সাতমাথার স্টাফ রিপোর্টার সানাউল হক শুভ, সাংবাদিক আব্দুস সাত্তার, গাবতলী প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আবু মুসা, কাহালু প্রেস ক্লাব সদস্য আব্দুল হান্নান, জাহিদ ইকবাল জিতু, মোঃ কুতুব শাহাব উদ্দীন বাবু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহাবুদ্দীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাইন।

অনলাইন আপডেট

আর্কাইভ