শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

দারিদ্র্য হার মানাতে পারেনি আনোয়ারকে

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) সংবাদদাতা: দারিদ্র্য হার মানাতে পারেনি চটপটিওয়ালা আনোয়ার হোসেনকে, লেখাপড়ার পাশাপাশি সংসারের খরচ চালাতে বেচে নিয়েছে ভ্রাম্যমাণ ফুচকা ও চটপটির ব্যবসা। হত দরিদ্র পরিবারের ছেলে আনোয়ার এর বাবা তাদের সংসারের খরচ সহ তার লেখা পড়ার খরচ চালাতে যখন হিমসিম খাচ্ছিল এবং এক সময় তার লেখা পড়া  প্রায় বন্ধের উপক্রম হয়ে পড়েছিল। মেধামী শিক্ষার্থী আনোয়ার তখন দারিদ্রতার কাছে নত স্বিকার না হয়ে নিজে লেখা পড়া চালিয়ে যাওয়ার জন্য ২০০৯ সালে ৮ম শ্রেণীতে পড়ালেখা চলাকালীন সময়ে বেছে নেন, লেখা পড়ার পাশাপাশি ভ্রাম্যমাণ এই চটপটি ও ফুচকার ব্যবসা। এক সময়ের ছোট শিশু শিক্ষার্থী আনোয়ার এখন স্নাতক ২য় বর্ষের ছাত্র। গত ২০১১ সালে মহাদেবপুর উচ্চ বিদ্যালয় থেকে সে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। সাপাহার বাজারে একদিন সন্ধায় ভ্রাম্যমান চটপটি ব্যবসায়ী আনোয়ার হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন যে, আমাদের দুঃখের সংসার মা, বাব ভাই বোন সহ ৫ সদস্যের সংসার তাদের। শিশুকালে তার পিতাই ছিল একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি। তার একার উপার্জনে সংসার চালাই দায় ছিল তার উপর ছেলেমেয়দের লেখা পড়া।  ৮ম শ্রেণীতে লেখা পড়াকালে বাড়ীতে কোন খাবার না থাকায় একদিন আমি না খেয়েই স্কুলে পড়তে যাই এবং দুপুরে ক্ষুধার জ্বালায় ছট ফট করতে থাকি। আমার অসায়ত্বের দৃশ্য দেখে এক বন্ধু হোটেলে নিয়ে গিয়ে আমাকে কিছু খাইয়ে দেন। তখন থেকে আমি বুঝতে পারি ক্ষুধার কি জ্বালা। লেখা পড় বন্ধ না করে আমি বেচে নেই ভ্রাম্যমাণ এই ব্যবসা। জেলার বিভিন্ন উপজেলা সদরে ঘুরে ঘুরে এই ব্যবসা করে এখন আমি আমার লেখা পড়া ছোট ছোট ভাই বোনদের লেখা পড়া সহ সংসারের খরচের ব্যাপারে মা বাবাকে সাহায্য করে থাকি। চট পটি ও ফুচকা বিক্রি করে প্রতিদিন আমার গড়ে ৪শ’ থেকে ৫শ’ টাকা আয় হয়। কষ্ট করে দেড় লক্ষ টাকা দিয়ে একটি ভ্রাম্যমাণ গাড়ী কিনেছি, এছাড়া প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কাঁচা মাল আমার দোকানে মজুদ রয়েছে। ভ্রাম্যমাণ ফুচকা বিক্রেতা আনোয়ার হোসেন মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের দরিদ্র দিনমজুর বাবলুর রহমানের পুত্র। বর্তমানে সে সাপাহার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্র। চটপটিওয়ালা আনোয়ারকে দেখে অনেক দরিদ্র ছাত্রই পারে নিজ লেখাপড়া চালিয়ে নেয়ার কৌশল শিখে নিতে। ইচ্ছে থাকলে উপায় হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত এই চটপটিওয়ালা আনোয়ার।

অনলাইন আপডেট

আর্কাইভ