বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চের টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুরন্ত জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে কিউইরা। ফলে ২ ম্যাচের সিরিজে ১-০ ববধানে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল। বৃহস্পতিবার  ম্যাচটির প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরের দিন ম্যাচের টসে জিতে কিউই অধিনায়ক উইলিয়ামসন পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে কিউইদের অভিষিক্ত বোলার কলিন ডি গ্র্যান্ডহোমের দাপটে পাকিস্তানের প্রথম ইনিংস মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায়। দলপতি মিসবাহ-উল-হক সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্য স্কোর জমা করতে পারেননি। কিউইদের হয়ে প্রথম ইনিংসে বল করে গ্র্যান্ডহোম একাই তুলে নিয়েছেন ৬টি উইকেট।১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি কিউই ব্যাটসম্যানরাও। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০০ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। জিভ রাভাল সর্বোচ্চ ৫৫ এবং হেনরি নিকোলাস ৩০ রান করেন। পাকিস্তানের রাহাত আলী ৪টি উইকেট তুলে নেন এই ইনিংসে। ৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ৯৫ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। এ ইনিংসে সর্বোচ্চ ৪০ রান আসে সোহেল খানের ব্যাট থেকে। এছাড়া আজহার আলী ৩১ ও বাবর আজম ২৯ রান করেনে। দ্বিতীয় ইনিংসও ১৭১ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তানিরা। কিউইদের বোলারদের মধ্যে গ্র্যান্ডহোম প্রথম ইনিংসে চমক দেখালেও এ ইনিংসে ১উইকেট নেন। এছাড়া বোল্ট, সাউদি ও ওয়াগনার ৩টি করে উইকেট নিয়েছেন।
১০৫ রানের সহজ লক্ষে ব্যাট করতে নেমে ২ উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। দলীয় ১৯ রানে প্রথম ওপেনার টম ল্যাথামকে হারায় কিউইরা। তবে দলপতি উইলিয়ামসন কিছুটা আগ্রাসী মুডেই ব্যাট করেন এই ইনিংসে। ৭৭ বলে চারটি ও এক ছয়ের মারে করেন ৬১ রান। জয়ের থেকে এক রান দূরে থাকতে আজহার আলীর বলে আউট হয়ে সাজঘরে ফিরেন। আর রাভাল ৩৬ রানে অপরাজিত থাকেন।ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের অভিষিক্ত বোলার গ্র্যান্ডহোম।সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে হ্যামিল্টনে এ দু’দল মুখোমুখি হবে আগামী ২৫ নভেম্বর।

অনলাইন আপডেট

আর্কাইভ