শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ছাতকে চরম জনবল সংকট কৃষি বিভাগে

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক কৃষি বিভাগে জনবল সংকট চলছে। ব্যাহত হচ্ছে অফিসের স্বাভাবিক কার্যক্রম। ফলে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় ৮০হাজার কৃষক পরিবার। জানা যায়, ১৩ইউনিয়নও একটি পৌরসভা নিয়ে গঠিত ছাতক উপজেলায় মোট আবাদি জমি ২২হাজার ১শ’ ১৭হেক্টর, চলতি রোপা আমন ৯হাজার ৫শ’ ২০হেক্টর, বোর ১২হাজার হেক্টর, আউশ ৩শ’হেক্টর ভূমি রয়েছে। এসব ভূমি ব্যবস্থাপনা, বীজ, সার, কীট নাশক, ফসলের রোগ-বালাই, পোকা-মাকড়, ইঁদুর নিধনসহ উন্নত ফলনশীল জাতের ফসল উৎপাদনে কৃষকদেরকে সরকারি সেবা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কিন্তু চরম জনবল সংকটে সরকারের এ সেবামূলক প্রতিষ্ঠানটির সুফল ভোগ করতে পারছেনা উপজেলার কৃষক পরিবারগুলো। ফলে ফসল উৎপাদনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। জানা গেছে, উপজেলা কৃষি অফিসের ৫২টি পদের মধ্যে যুগ যুগ থেকে ৩৫টি পদ শূন্য রয়েছে। ১৭জন কর্মকর্তা-কর্মচারী নিয়েই হযবরল অবস্থায় চলছে অফিসের কার্যক্রম। ফলে কৃষি ক্ষেত্রে সিলেট বিভাগের ৩৫টি উপজেলা মধ্যে পিছিয়ে পড়েছে এ উপজেলাটি। এতে ফসল উৎপাদনে সরকারের মহৎ উদ্দেশ্য সফল হচ্ছেনা। এখানে অতিরিক্ত কৃষি অফিসারের ১টি পদ, কৃষি সম্প্রসারণ অফিসারের ২টির মধ্যে ১টি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ১টি, উপ-সহকারী কৃষি অফিসারের ৪০পদের মধ্যে ২৭টি, প্রধান সহকারী হিসাব ব্যবস্থাপক ১টি, অফিস সহায়ক ২পদের ১টি, অফিস বয় ১টি, পরিচ্ছন্নতাকর্মী ১টি ও অফিস সহকারী ২পদের মধ্যে ১টিসহ অতি গুরুত্বপূর্ণ মোট ৩৫টি পদ শূন্য রয়েছে। উপজেলা কৃষি অফিসার  কেএম বদরুল হাসান জানান, অফিসে কর্মকর্তা-কর্মচারী ৫২জনের মধ্যে এখন ১৭জন রয়েছেন। শূন্য পদের জন্যে অফিসের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাৎ সৃষ্টি হচ্ছে। এজন্যে তাদেরকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব শূন্য পদ পূরণের জন্যে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ