ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অপহৃত ১২ জন

অনলাইন ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বন্দুকধারীরা ২ শিশুসহ অন্তত ১২ জনকে অপহরণ করেছে। অপরাধ চক্রগুলো এই অঞ্চলে একের পর এক গণ-অপহরণ চালিয়ে যাচ্ছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।

অপহৃতরা একটি ভ্যানে চড়ে যাওয়ার সময় তাদের অপহরণ করা হয়। 

গুয়েরেরো রাজ্যের নিরাপত্তা মুখপাত্র রবার্তো আলভারেজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, অপহরণকারীরা ভ্যান গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সান জেরোনিমো ও সান ক্রিস্তোবাল পল্লীর মধ্যবর্তী একটি রাস্তায় ভ্যান গাড়িটি পাওয়া যায়।

তিনি প্রায় ৩০ জন সশস্ত্র লোককে দেখেছেন বলে জানান। 

তিনি আরো বলেন, ‘বন্দুকধারীরা ১২ থেকে ১৪ জনের একটি দলকে অপহরণ করে নিয়ে যায়।’

অপহরণকারীরা অপহৃতদের কয়েকজন আত্মীয়ের কাছে টেলিফোনে মুক্তিপণ দাবি করেছে।

আলভারেজ বলেন, লস তেকুইলেরোস নামে পরিচিত একটি অপরাধ চক্রের সদস্যরা এই অপহরণ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিয়েরা ক্যালিয়েন্তে অথবা হট ল্যান্ড নামে একটি অঞ্চলে এই গণঅপহরণ করা হয়েছে। 

জানুয়ারি মাসে এই স্থান থেকে ২১ জনকে অপহরণ করা হয়। কয়েকদিন পর তাদের জীবিত পাওয়া গেছে।

একই মাসে অন্য একটি স্থানে অপহৃত ৪ জন শিক্ষককে উদ্ধার করা হয়। যদিও অপর একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।-বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ