বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

কাউখালীর বিভিন্ন সড়কের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় জনদুর্ভোগ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: কাউখালী বন্দরের রাস্তার উপর অপরিকল্পিতভাবে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় জনদুর্ভোগ চরমে। উপজেলার মূল সড়কসহ বিভিন্ন সড়কে ৭/৮টি পল্লী বিদ্যুতের সিমেন্টের পিলার থাকায় রিক্সা, গাড়ী, মোটসাইকেল, প্র্রাইভেটকার কোন কিছুই স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় প্র্রতিনিয়তই দুর্ঘটনার স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসী বারবার পল্লী বিদ্যুৎ অফিসের জানানো সত্ত্বেও তারা কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। উপজেলাসড়কের থানার মোড়ে বিপজ্জনক খুঁটিটি থাকার ফলে সম্প্রতি উত্তর বাজার সকাল-সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ী যেতে বিলম্ব হওয়ায় অনেকগুলি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তখন থেকেই এই পিলার অপসারনের দাবী উঠলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। এছাড়াও পোস্ট অফিসের মোড়, দক্ষিণ বাজার সংযোগ সড়কের সামনে, সাব-রেজিস্ট্রি অফিসের সামনের সংযোগ সড়কের উপর, উত্তর বাজার সকাল-সন্ধ্যা মিষ্টির দোকানের সামনে, বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তার উপর পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ খুঁটি থাকায় সার্বক্ষণিকভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যান বাহনগুলোকে।
এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এম ব্রজ গোপাল দেবনাথ জানান, আমরা উপজেলা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন কিংবা অভিযোগ পেলে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা চেয়ারম্যানে এসএম আহসান কবির বলেন, বিষয়টি আইন শৃঙ্খলা মিটিংএ উত্থাপন হয়েছে, পল্লী বিদ্যুতের খুঁটি রাস্তার উপর থেকে সরানোর জন্য পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের নিকট লিখিতভাবে  শীঘ্রই জানানো হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ