বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

এবার মুক্তিযোদ্ধাকে রুখে দিল ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার : জেবি গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বের খেলায় পয়েন্ট ভাগ করে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ও ব্রাদার্স ইউনিয়ন। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে মুক্তিযোদ্ধা সংসদ ১-০ গোলে এগিয়েছিলো। মুক্তিযোদ্ধার পক্ষে আক্রমণভাগের ফুটবলার সিমোন ও ব্রাদার্সের পক্ষে ওয়ালসন গোল করেন। প্রথম পর্বে ২-০ ব্যবধানে ব্রাদার্সকে হারিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ। ফিরতি পর্বের ম্যাচের শুরুটাও প্রাধান্য নিয়ে করেছিলো অল রেড দলটি। যদিও প্রথমেই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় মিনিটে অগাস্টিন ওয়ালসনের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি গোপীবাগের দলটির। সংঘবদ্ধ আক্রমনে খেলার ২৭ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে ডান দিক থেকে মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করেন সিমোন ১-০। ৪১ মিনিটে ওয়ালসনের আরেকটি প্রচেষ্টা ফিস্ট করে ফিরিয়ে মুক্তিযোদ্ধাকে এগিয়ে রাখেন গোলরক্ষক মামুন।
দ্বিতীয়ার্ধের শুরুতে সতীর্থের ক্রসে কিংসলের হেড গোললাইন থেকে তানভীর রানা ফেরালে ব্রাদার্সের সমতায় ফেরার অপেক্ষা আরও বাড়ে। ৭১ মিনিটে প্রতি আক্রমণ থেকে কায়েস গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি মুক্তিযোদ্ধা। তিন মিনিট পর ওয়ালসন দারুণ এক গোল করে ব্রাদার্সকে সমতায় ফেরান। বল নিজের মাথার ওপর দিয়ে তুলে নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়ে পাশে থাকা ডিফেন্ডারদের বোকা বানিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ওয়ালসন ১-১। লিগের ১৪ ম্যাচ শেষে মুক্তিযোদ্ধা ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অপরদিকে সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে ব্রাদার্স ইউনিয়ন। ৩২ পয়েন্ট নিয়ে ময়মনসিংহ শেষে শিরোপার লড়াইয়ে এককভাবে শির্ষে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

অনলাইন আপডেট

আর্কাইভ