ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ট্রাম্পের বাড়ির অন্দরমহল

নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প বাড়ি ও জমির ব্যবসার সূত্রে আমেরিকার শীর্ষ ধনীদের একজন এবং বিশ্বের বিভিন্ন নামী সংবাদপত্র এখন তার অর্থবিত্ত এবং বিলাসবহুল বাড়ির বর্ণনা প্রকাশ করতে শুরু করেছে।

আজ এবং গতকালই বেশ কয়েকটি ব্রিটিশ দৈনিক ও সংবাদ সংস্থা এসব নিয়ে একাধিক রিপোর্ট প্রকাশ করে।

টাইমসে এক প্রতিবেদনে রিপোর্টার বলেছেন, সিংহাসনের মত রাজকীয় চেয়ারে মি. ট্রাম্পের বসে থাকার ছবিকে অনেকে রাশিয়ার জার বা সাদ্দাম হোসেনের সাথে তুলনা করেছেন।

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার নামে যে বহুতল ভবনে মি. ট্রাম্প থাকেন, তার ভেতরের রাজকীয় সাজসজ্জার ছবি প্রকাশ করেছে বেশ কিছু দৈনিক।

ট্রাম্প টাওয়ার

ট্রাম্প টাওয়ার ভবনের তিনটি ফ্লোর নিয়ে তার অ্যাপার্টমেন্ট। এর ৬৬, ৬৭, এবং ৬৮ তলা জুড়ে এই ট্রিপলেক্স ফ্ল্যাটে থাকেন মি. ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং তাদের পুত্র ব্যারন।

এই আ্যাপার্টমেন্টটির আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার।

মি. ট্রাম্পএর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন বারবারা রেস - তাকে উদ্ধৃত করে ব্রিটিশ দৈনিক টাইমস বলছে, রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে জারের উইন্টার প্যালেস দেখে অনুপ্রাণিত হয়ে মি. ট্রাম্প তার নিউইয়র্কের আ্যাপার্টমেন্টটি নতুন করে সাজানোর কাজে হাত দেন।

এই ভবনটি নিউইয়র্কের কেন্দ্রস্থলে সেন্ট্রাল পার্ক নামে যে বিশাল পার্ক আছে তার পাশেই। মি. ট্রাম্পের ফ্ল্যাট থেকে পার্কের সুন্দর দৃশ্য দেখা যায়।

 

ট্রাম্প টাওয়ারের লিফট পরিষ্কার করছেন একজন কর্মচারী

নিউ ইয়র্কের এই ফ্ল্যাট ছাড়াও ডোনাল্ড ট্রাম্পের আরো অনেকগুলো বাড়ি আছে বিভিন্ন জায়গায়।

এর একটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের সেভেন স্প্রিংস-এ। ২৩০ একর জায়গার ওপর ৩৯ হাজার বর্গফুট আয়তনের এ বাড়িটি হচ্ছে শহরের বাইরে তার পারিবারিক বাড়ি।

এতে ৬০টি কক্ষ, ১৫টি শয়নকক্ষ, তিনটি সুইমিংপুল, এবং ভৃত্যদের থাকার জন্য দুটি অংশ আছে।

মি. ট্রাম্প ১৯৯৫ সালে এই বাড়িটি কেনেন।

 

ট্রাম্প টাওয়ারের ভেতরে শপিং মল

ভার্জিনিয়ায় অ্যালবেমারি এস্টেট-এ ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বাড়ি আছে।

২০১১ সালের সাড়ে ৬ মিলিয়ন ডলার দিয়ে কেনা এ বাড়িটি হচ্ছে ২৩ হাজার বর্গফুট জায়গার ওপর তৈরি একটি প্রাসাদ।

এতে আছে ৪৫টি কক্ষ, একটি সিনেমা এবং ঘোড়ার আস্তাবল। পাশেই আছে ৬২ লাখ ডলার দিয়ে কেনা আঙুরের ক্ষেত।

ফ্লোরিডার পাম বিচে মি. ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদ

ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিল এলাকাতেও মি. ট্রাম্পের একটি বাড়ি আছে।

এটি হচ্ছে ঔপনিবেশিক স্থাপত্যরীতির একটি ৬ বেডরুম এবং ৫টি বাথরুম সম্পন্ন একটি প্রাসাদ।

এর সঙ্গে আছে ফ্লাডলাইট-যুক্ত টেনিস কোর্ট, সুইমিংপুল, স্পা, এবং লাইব্রেরি।

ফোর্বস ম্যাগাজিনের মতে ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ ৩৭০ কোটি ডলার। কিন্তু মি. ট্রাম্প নিজে দাবি করেন এর পরিমাণ ১০০০ কোটি ডলারের বেশি।-বিবিসি বাংলা

অনলাইন আপডেট

আর্কাইভ