শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

ফেনীতে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের ১১ সদস্য গ্রেফতার

ফেনী সংবাদদাতা : ফেনী শহরের মহিপাল আবাসিক হোটেল থেকে আন্ত:জেলা মোবাইল চোর চক্রের ১১ সদস্যকে গ্রেফাতর করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭ লাখ টাকার মূল্যের  ৬০টি মোবাইল ফোন, অস্ত্র ও গুলি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ বুধবার ভোরে মহিপাল আবাসিক হোটেলে অভিযান চালায়। আবাসিক হোটেলের ২৩ নম্বর কক্ষ থেকে মোবাইল চোর চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ২টি চাপাতি, ১টি রামদা, ১টি ছোরা, ১টি প্লাস, তালা ভাঙ্গার ছেনা ১টি ও ২টি কাটার উদ্ধার করে। বিভিন্ন স্থান থেকে চুরিকৃত মোবাইল ফোনগুলো চট্টগ্রাম ষ্টেশন রোডে বিক্রি করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে  স্বীকার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী সিলেট মেট্রোপলিটনের সিনিয়র সহকারী পুলিশ সুপার নরুল হুদা আশরাফী ও ফেনী গোয়েন্দা পুলিশের ওসি চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন রোডস্থ জনৈক সোহেলের দোকানে বুধবার অভিযান চালায়। চতুর সোহেল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় তার দোকান থেকে বিভিন্ন সময়ে চুরিকৃত স্যামসাং এর ৩২টি আই ফোন মোবাইল সেট ও বিভিন্ন কোম্পানীর ২৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল সোনাগাজী উপজেলার বগাদনা ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮) চট্টগ্রাম বাঁকলিয়া থানা বাকের আলী বলির বাড়ি হাজী আবু ইউসুফ সওদাগরের ছেলে মো: ওসমান গণি (৪০) গাজীপুরের জয়দেবপুর থানায় কলাবাগান এলাকার মৃত করিম সর্দারের ছেলে মো: জুয়েল সর্দার রাসেল (২৫), কুমিল্লা মুরাদনগর থানার সরমাকান্দা গ্রামের মৃত মো: সিদ্দিকের ছেলে মো: জাবেদ (২৮), ব্রাহ্মণবাড়িয়ার মাছিমনগর এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো: আলম (৩০), কুমিল্লা মুরাদনগর থানার বাখরনগর গ্রামের আবদুল হাকিমের ছেলে মো: শামীম (২২), কুমিল্লা মুরাদনগর থানার দড়িকান্দি গ্রামের আবদুল লতিফের ছেলে মো: মোশারফ হোসেন (২৬) কুমিল্লার বাঙ্গারা বাজার থানার হিরাকাশি গ্রামের মো: হারুনের ছেলে মো: কামরুল (২২), কুমিল্লা মুরাদনগর থানার করিমপুর গ্রামের মৃত মো: হোসেনের ছেলে মো: সুলতান (২১), কুমিল্লা মুরাদনগর থানার রামচন্দ্রপুর গ্রামের রশিদ সওদাগর বাড়ির আবদুল লতিফের ছেলে মো: শরিফুল ইসলাম (২০), কুমিল্লা মুরাদনগর থানার ঘোড়াশাল গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে মো: সিরাজ (২২)। উল্লেখিত নাম উল্লেখ করে ও সোহেলকে আসামি করে এসআই মো: শাখাওয়াত হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে পৃথক মামলা দায়ের করেন। ওইদিন বিকালে তাদের কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ