শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চুক্তি শেষেই বিদায় নেবেন রুনি

শুরুর একাদশে জায়গা হারালেও চুক্তি শেষ হওয়া পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে চান ওয়েইন রুনি। ব্রিটিশ   দৈনিক ‘দ্য গার্ডিয়ান’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। ২০১৯ সালে রুনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
 ইংলিশ অধিনায়কের বিশ্বাস, ম্যানইউর জার্সিতে সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারবেন। অন্যদিকে, ২০১৮ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিতে পারেন ৩১ বছর বয়সী এ ফরোয়ার্ড। সূত্রমতে, প্রকাশিত বিভিন্ন রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, মরিনহো রুনিকে বেচে দিতে চাইছেন। শৈশবের ক্লাব এভারটনে ফিরে যাওয়ারও গুজব রটে। যেখান থেকে ২০০৪ সালে যোগ দেন ম্যানইউতে। তবে কোচের আস্থা অর্জন করেই হারানো অবস্থান ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রুনি। ম্যানইউতে রুনির সাপ্তাহিক আয় ২ লাখ ৬০ হাজার পাউন্ড। এর মানে দাঁড়ায়, ইউরোপের খুব ক্লাবই তাকে দলে ভেড়ানোর সামর্থ্য রাখে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ