শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বৃষ্টিতে বিপিএলের প্রথম দিনের দুটি ম্যাচই পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার : শুরুটা ভালো হলোনা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের।  প্রথম দিনেই আঘাত হেনেছে বৃষ্টি। বৃষ্টির কারণে প্রথম দিনের দুটি ম্যাচই পরিত্যাক্ত হয়েছে। ফলে প্রথম দিনই ম্যাচ দেখতে এসে হতাশ হয়েছে ক্রিকেট প্রেমিরা। গতকাল বিপিএলের চতুর্থ আসর শুরু হয়।  উদ্বোধনী দিনেই মুখোমুখি হওয়ার কথা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখ হওযার কথা ছিল রংপুর রাইডার্স ও খুলনা টাইটানসের। কিন্তু বৃষ্টিতে কোনও বল মাঠে না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।  এরফলে দুই দলই একটি করে পয়েন্ট পেল। গতকাল অবশ্য টস জিতে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে জন্য প্রস্কুত ছিলেন। অপেক্ষায় ছিলেন আম্পায়াররাও।  কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় বিকাল ৪টা ৫০ মিনিটে সেটি পরিত্যক্ত ঘোষণা করেন তারা। ফলে বিপিএলের প্রথম ম্যাচটিই ভেসে যায় বৃষ্টিতে। অবশ্য আগের দিন থেকেই সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় প্রথম দিনের ম্যাচ নিয়ে এক ধরনের শংকা ছিল। গতকালও ছিল থেমে থেমে বৃষ্টি। এমনিতে শুক্রবারের কারনে দুপুর ২টার ম্যাচ আড়াইটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর থেকেই গুগি গুড়ি বৃষ্টি পড়তে থাকায় পুরো ম্যাঠই কাভারে ঢাকা ছিল। দুই দলের ক্রিকেটাররা যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন, তখনই শুরু হয় বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টি আর থামেনি। ন্যূনতম ৫ ওভারের ম্যাচের জন্যও খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা ১৬। কিন্তু অবস্থা বুঝে ২০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তবে ম্যচ মাঠে না গড়ালেও দর্শকদের আনন্দ দিতে ছিল সংগিতের ব্যবস্থা। এবারের বিপিএল-এ জাকজমক কোনও উদ্বোধনী অনুষ্ঠান ছিলনা। তবে ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট  বার্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে শুধু বেলুন উড়ানোর মাধ্যমে বিপিএল-এর উদ্বোধন ঘোষণা করেন তিনি। বিপিএল-এর ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। সেই সাথে বিশ্বের বেশিরভাগ অঞ্চলেই এবার দেখা যাবে বিপিএল-এর ম্যাচগুলো। সনি ইএসপিএন, প্রিমিয়ার স্পোর্টস, ইএসপিএন, জিও টেলিভিশনের চ্যানেলগুলো বিপিএল-এর খেলা সম্প্রচার করবে। সনি ইএসপিএন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইএসপিএন যুক্তরাষ্ট্রে, প্রিমিয়ার স্পোর্টস কানাডায় ও জিও টিভি পাকিস্তানে  খেলা দেখাবে।  সনি ইএসপিএনের কল্যাণে এবার ভারতেও সরাসরি সম্প্রচারিত হবে এই ধুমধাড়াক্কা ক্রিকেটের আসর।

অনলাইন আপডেট

আর্কাইভ