শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আটোয়ারীতে আমন ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ কৃষক দিশেহারা

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারীর বিস্তীর্ণ মাঠের আমন ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলায় এবার প্রায় ১৪ হাজার ৫শত ২০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়। এবারে আমনের ভরা মওসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার আমনের বাম্পার ফলনের আশায় বুক বাঁধলেও কারেন্ট পোকার আক্রমণে হতাশায় ভুগছে অনেক কৃষক। সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমন ক্ষেতে গিয়ে দেখা গেছে, মাঠের অনেক ধান ক্ষেত কারেন্ট পোকার আক্রমণে পুড়ে যাচ্ছে। মাঠে গিয়ে দেখা যায়, আমন ধান গাছগুলো আগুনে ঝলসে গেছে। কৃষকরা জানান, ধান ক্ষেতের মড়ক প্রতিরোধ করতে না পারলে আমরা চরম ক্ষতির সম্মুখীন হব। বাজারের নি¤œমানের কীটনাশক ব্যবহার করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। এব্যাপারে সংশ্লিষ্ট কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, কারেন্ট পোকার আক্রমণে এলাকার বেশ কিছু ক্ষেতের ধান নষ্ট হয়েছে। কারেন্ট পোকার আক্রমণ হতে রক্ষা পেতে কৃষকদের পরামর্শ দেয়া হচেছ। বাকডোকরা গ্রামের কৃষক বাবুল, সাকালু, পজির, সাহাজত, সফিকুল জানান, উপ-সহকারী কর্মকর্তারা কারেন্ট পোকা আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য সপসিন, হপারশট, প্লেনাম নামক ঔষধ স্প্রে করার পরামর্শ দেন। কিন্তু বাজারে ওই সমস্ত কীটনাশক পাওয়া যাচ্ছে না।

অনলাইন আপডেট

আর্কাইভ