শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

সাড়ে ৪ দিনে একজন সাংবাদিক নিহত হওয়ার ইউনেস্কোর প্রতিবেদন

৩ নবেম্বর, ডন/ফার্স্ট পোস্ট : ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী প্রতি সাড়ে চার দিনে একজন সাংবাদিক নিহত হয়। সংস্থাটির মহাপরিচালক একটি প্রতিবেদনে জানায়, গত এক দশকে ৮২৭ জন সাংবাদিক কর্মরত অবস্থায় নিহত হয়েছে।
ইউনেস্কোর রিপোর্টে বলা হয়, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, ল্যাটিন আমেরিকাসহ বেশকিছু অঞ্চল সাংবাদিকদের জন্য অত্যন্ত বিপজ্জনক।
২০০৬-২০১৫ সালের রিপোর্ট থেকে জানা যায়, শতকরা ৫৯ জন সাংবাদিক যুদ্ধের খবর সংগ্রহের সময় নিহত হয়। গত দুই বছরে ২১৩ জন সাংবাদিকর মধ্যে ৭৮ জন নিহত হয় আরব রাজ্যে।
রিপোর্টে আরো বলা হয়, নিজ দেশের সাংবাদিকদের চেয়ে ৯০ শতাংশ বেশি ঝুঁকিতে থাকে বিদেশি সাংবাদিকরা। ২০১৪ সালে বিভিন্ন দেশে ১৭ জন বিদেশি সাংবাদিক নিহত হয়েছে।
২০১৪ সালে সিরিয়ায় ২১ জন সাংবাদিক নিহত হয় অনলাইন সাংবাদিক দুইজন। এদের মধ্যে অধিকাংশ হলো ব্লগার। প্রতিবেদনে দেখা যায়, গত ২০১৪/১৫ সালে ১৯৫ জন পুরুষ এবং ১৮ জন নারী নিহত হয়। যা নারীদের তুলনায় পুরুষরা দশ গুণ বেশি ঝুঁকিপূর্ণ।
প্রতিবেদনে ইউনেস্কো দাবি করে, সাংবাদিক হয়রানি, অপহরণ, আটক রেখে নির্যাতন ভীতি প্রদর্শনের মতো জঘন্য ঘটনা ঘটে। আন্তঃসরকার পরিষদের ৩৯  জন সদস্য প্রতিটি দেশের নিকট সাংবাদিক হত্যা বন্ধের অনুরোধ জানায় বলে প্রতিবেদনে জানায় ইউনেস্কো।

অনলাইন আপডেট

আর্কাইভ