শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

খুলনাঞ্চলের প্রাণিসম্পদ অধিদপ্তরের ২৭শ’ কর্মীর মানবেতর জীবন-যাপন

খুলনা অফিস: খুলনার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মরত ২৭শ’ টিআই টেকনিশিয়ানের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘ ২০ বছরেও এরা নিয়োগ পাননি। ৫শ’ টাকা ভাতায় বছরের পর বছর সেচ্ছাসেবী হিসেবে শ্রম দিচ্ছেন। ফলে পরিবার-পরিজন নিয়ে এ স্বেচ্ছাসেবীরা মানবেতর জীবন-যাপন করছেন।
তারা বলেন, প্রধানমন্ত্রীর একটি নির্বাহী আদেশে পারে এদের ভাগ্যের চাকা ঘুরতে। এদের দিয়ে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, গবাদীপ্রাণি, হাঁস, মুরগী, ভেড়া, ছাগলকে টিকা প্রদান করা হয়। কোরবাণীর হাটে মেডিকেল টিম গঠন ও গবাদী প্রাণির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরা আদালতে শরণাপন্ন হলে উচ্চ আদালত নিয়োগের আদেশ প্রদান করেন। এর পর এ অভিজ্ঞদের বাদ দিয়ে গত বছরের ১৯ ফেব্রয়ারি থেকে বাইরে থেকে লোক নিয়োগ দিচ্ছে।
এদিকে টিআই টেকনিশিয়ানদের নিয়োগের দাবিতে সোমবার বেলা ১১টায় বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় সভাপতি সন্তোষ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, লিয়াকত আলী, সিফাতুল্লাহ, আরব আলী, আল ইমরান, সাইফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আমান উল্লাহ্, অপূর্ব কুমার মল্লিক, নব কুমার দাশ, ইমরান হোসেন, মো. মাহমুদুল ইসলাম, নিমাই চন্দ্র বিশ্বাস, আসাদ, ইব্রাহিম ও নওশেরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ