বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

সদরঘাটে নৌ-দুর্ঘটনা প্রতিরোধে সভা

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার বুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের কনফারেন্স রুমে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক সমিতি, কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমিতি, সদরঘাট  তেল ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, গত দুই মাসে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় নৌ-দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও লঞ্চের যাত্রী। নদীর যত্রতত্র লঞ্চ রাখা, পারাপারের খেয়াঘাট না থাকা, লঞ্চের আকার বৃদ্ধি ও নদী দখলের ফলে প্রশস্ততা কমে যাওয়াকে নৌ দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সভায় উল্লেখ করা হয় এবং বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়। বিআইডব্লিউটিএ’র পরিচালক শফিকুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মো: শহিদুল্যাহ, লঞ্চ মালিক সমিতির ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল, শাহাবুদ্দিন মিলন, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ আ: আজিজ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বুড়িগঙ্গা নৌ-দুর্ঘটনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, কোতোয়ালী থানার ওসি আবুল হাসান, সুত্রাপুর থানার ওসি আশরাফ উদ্দিন প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ