বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ভ্রাম্যমাণ আদালত লৌহজংয়ে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে জেল

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে বুধবার ৭ জেলেক কারাদ- দিয়েছে ভ্রাম্যমণা আদালত। এ সময় উদ্ধার করা হয়েছে ১৫ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার ইলিশ ধরার জাল।
ভ্রাম্যমাণ আদালতটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লৌহজং উপজেলা ইউএনও মো. খালেকুজ্জামান জানান, লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে বুধবার সকালে ৭ জেলেকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়। এদের মধ্যে ৫ জনের বাড়ি লৌহজংয়ের কুমারভোগে এবং অপর ২ জনের বাড়ি জাজিরা উপজেলায়। উদ্ধার করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হেেছ। মাছগুলো মাদ্রাসার এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ