বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর

গোদাগাড়ী (রাজশাহী) : গোদাগাড়ীতে ভাংচুরকৃত আইনুদ্দীনের বাড়ি -সংগ্রাম

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষ। এতে ৫ জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ভোর ৬টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেট গ্রামের আইনুদ্দিনের বাড়িতে আক্রমণ চালিয়ে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে এলাকার এসলামের ছেলে শামসুদ্দিন (৬০), মজিবুর (৫০), সাইদুর (৩৫), দুরুল (৩০), আনারুল (২৫), শামসুদ্দিনের ছেলে রবি (২০), সাত্তার (৪০), খাইরুল (৩০), বিশু (৩০), জসিম (২৮) সহ আরো কয়েকজন। বাড়িতে থাকা আইনুদ্দিনের ছেলে মুখলেস, জিয়ারুল, জহুরুল, শহিদুল, জিয়ারুলের স্ত্রী ডলি বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।
আহতরা গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়। বাড়ি ভাংচুর ও মারধরের ঘটনায়, জিয়ারুলের স্ত্রী ডলি বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, বাড়ি ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভিকটিমদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ