বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

‘ভারতে থাকতে হলে মুহাম্মদকে বাদ দিয়ে শ্রীরামের পথে চলতে হবে’

সংগ্রাম ডেস্ক : ভারতের বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সচিব সুরেন্দ্র কুমার জৈন মুসলিমদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে বলেছেন, ‘মুসলিমরা ভারতে থাকতে হলে পয়গাম্বর মুহাম্মদকে বাদ দিয়ে শ্রীরামের পথে চলতে হবে। তারা যদি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দুধর্ম গ্রহণ করে তাহলে তাদের পূর্ণ নিরাপত্তা দেয়া হবে।’ দৈনিক খাবরিন, আমাদের সময়।

গতকাল বুধবার গণমাধ্যমে প্রকাশ, বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা একটি সভায় এমন মন্তব্য করেন। সভায় মুসলিমদের সহিংস বলে অভিহিত করে তিনি বলেন, ‘মুসলিমদের মধ্যে এমন গ্রুপ রয়েছে যারা একে অন্যকে ঘৃণা করে। সুন্নিরা শিয়াদের এবং শিয়ারা সুন্নিদের হত্যা করে। মুসলিম দেশসমূহে কোনো শান্তি নেই। দুর্ভাগ্যবশত এসব লোকেরা এ দেশেও শান্তি ভঙ্গ করতে চাচ্ছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ