শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ধামইরহাটে মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর ধামইরহাটে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শালুককুড়ি গ্রামবাসী ও জনপ্রতিনিধিগণ। ধামইরহাট প্রেসক্লাবে মিথ্যা মামলার শিকার গ্রামবাসী ও ২ জন জনপ্রতিনিধিসহ গ্রামবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে মো. ফরিদুল ইসলাম লিখিত অভিযোগ করেন  যে, শালুককুড়ি গ্রামের আঃ হামিদের স্ত্রী তাজনুর বেগম নারী নির্যাতন, ধর্ষনের চেষ্টা ও ছিনতাই এর মিথ্যা অভিযোগে এনে নওগাঁর দু’টি আদালতে ১ দিনের ব্যবধানে দুইটি মামলা দায়ের করেন, সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তাগণ বলেন, সামাজিক বিভিন্ন অপকর্মে জড়িত তাজনুর বেগম থানায় অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে থানা পুলিশ মিথ্যা অভিযোগের মামলা গ্রহণ করেনি। পরে ইউপি চেয়ারম্যান উভয় পক্ষকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তাজনুর তার অসামাজিক কর্মকা-ের বিষয়ে দোষ শিকার করে গ্রামবাসীর নিকট ক্ষমা প্রার্থনা করে চেয়ারম্যানের নিকট মুচলেকা দেন বলে সম্মেলনে বক্তাগণ বলেন। বক্তাগণ তাজনুরের দায়ের কৃত মিথ্যা মামলার প্রতিবাদ করেন ও তাজনুরের সমুচিত শাস্তি দাবী করেন। সম্মেলনে ইউপি সদস্য  আতিকুল ইসলাম, মহিলা সদস্য ফেন্সী  বেগম, সাবেক ইউপি সদস্য আরজিনা বেগম, আঞ্জুয়ারাসহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ