শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ভোলাহাটে দু’শিশুর বাল্য বিয়ে বন্ধ!

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : ভোলাহাট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দু’শিশুর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলীসাহাসপুর গ্রামের আব্দুস শুকুরের সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ে আকিয়া খাতুনের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ বেঙ্গল রেজিমেন্টে চাকুরিরত এই উপজেলার রাধানগর গ্রামের বাবু মন্ডলের ছেলে রাসেলের সাথে বিয়ের খবরে উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অফিসার ইনচার্জ মহসীন আলীসহ অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন। অপরদিকে রাত ১১টার দিকে একই উপজেলার ময়ামারী গ্রামের আব্দুল হকের আদাতলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়ার রহনপুর এলাকার এক ব্যক্তির সাথে বিয়ের খবরে উল্লেখিত কর্মকর্তাগণ উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, শিশু বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তার প্রতিনিধি হিসেবে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বুঝানো হয় এবং বাল্য বিয়ের আইনী দ-ের বিয়য়েও বলা হলে এ বিয়ে থেকে উভয় পরিবার সরে আসেন।

অনলাইন আপডেট

আর্কাইভ