শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জাফলং কোয়ারি থেকে পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

গোয়াইনঘাট সংবাদদাতা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় কর্তৃক সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে “কাজ চাই ভাত চাই, জাফলং পাথর কোয়ারি সচল চাই” এই শ্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে মামার বাজার পয়েন্টে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন জাফলংয়ের পাথর কোয়ারি সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের প্রায় কয়েক সহস্রাধিক মানুষ। মানব বন্ধন শেষে জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি উস্তার মিয়ার সভাপতিত্বে ও মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নাজিম এবং জাফলং ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, সিলেট জেলা ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি আবু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, জাফলং আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কাদির, আতাউর রহমান আতাই, লিটন মিয়া, জাফলং ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, ব্যবসায়ী নজরুল শিকদার, আলাউদ্দিন, পূর্ব জাফলং শ্রমিক লীগের সভাপতি ফরহাদ আলী প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ