শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঐতিহাসিক ম্যাচে ভারতের সহজ জয়

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০তে লিড নিয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত। এটি ছিল ভারতের ক্রিকেট ইতিহাসে ৯০০তম ওয়ানডে। নিউজিল্যান্ডের ৭০৪তম। বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৮৮৮ ওয়ানডে খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর পরেই পাকিস্তান (৮৬৬)। ধর্মশালায় দলীয় ৬৫ রানের মাথায় টপঅর্ডারের সাত ব্যাটসম্যান ফিরে গেলেও ৪৩.৫ ওভার ব্যাট করে কিউইরা ১৯০ রান তোলে।
জবাবে, বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ৩৩.১ ওভার ব্যাট করে জয় তুলে নেয় ভারত। আগে ব্যাট করা কিউই ওপেনার টম লাথাম ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করেন। ৯৮ বলে সাতটি চার আর একটি ছক্কায় ৭৯ রান করে অপরাজিত থাকেন তিনি। আরেক ওপেনার মার্টিন গাপটিল করেন ১২ রান।এছাড়া, টপঅর্ডার-মিডলঅর্ডারের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মাঝেই ছিলেন। রস টেলর, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ব্যাট হাতে ব্যর্থ হন। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হারদিক পান্ডে এবং অমিত মিশ্র। দুটি করে উইকেট পান কেদার যাদভ এবং উমেশ যাদভ। ১৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৯ রানের মাথায় বিদায় নেন ওপেনার রোহিত শর্মা (১৪)। আরেক ওপেনার আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৩৩ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি করেন অপরাজিত ৮৫ রান। মনিষ পান্ডে ১৭ আর মহেন্দ্র সিং ধোনি ২১ রান করে সাজঘরে ফেরেন। ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কেদার যাদভ। ১০১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

অনলাইন আপডেট

আর্কাইভ