শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কালিয়াকৈরে সহস্রাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন  কোম্পানী লিমিটেড এর চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।
 সোমবার সকালে অভিযানে উলুসাড়া ও আশপাশের এলাকার সহস্রাধিক রাইজারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করার জন্য আহ্বান করা হয়।
 যেসব এলাকায় অবৈধ সংযোগ রয়েছে ওইসব এলাকায় তিতাসের অবৈধ সংযোগ বিছিন্নকরণ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় উপজেলার উলুসাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় উলুসাড়া এলাকার প্রায় দেড় কিলোমিটার গ্যাস পাইপ লাইন তুলে জব্ধ করা হয়।
এতে ওই সব এলাকার অবৈধ সহস্রাধিক রাইজারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী চন্দ্রা জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ সফি উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ