শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ওঃ ইন্ডিজের বিপক্ষে বড় স্কোরের পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় স্কোরের পথে পাকিস্তান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ২ উইকেটে ৪০০ রান করে। আজহার আলী ২০৩ রানে এবং বাবর আজম ২৩ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় উইকেটেও শতরানের জুটি দেখালো পাকিস্তান। দুবাই টেস্টের দ্বিতীয় দিন নিজের উইকেট দেয়ার আগে আসাদ শফিক করেন ৬৭ রান। দ্বিতীয় উইকেটে আজহার আলী ও শফিক গড়েন ১৩৭ রানের জুটি। ইতিহাসের মাত্র দ্বিতীয় দিবারাত্রির টেস্ট ম্যাচ এটি। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের এটি ৪০০তম ম্যাচ। পাকিস্তান অধিনায়ক আজহার আলীর ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। আর বিশেষ ম্যাচটিতে ব্যাট হাতে বিশেষ নৈপুণ্য দেখান পাকিস্তানের দুই ওপেনার আজহার আলী ও সামি আসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনিংয়ে ২১৫ রানের রেকর্ড জুটি গড়লেন এ দুজন। বৃহস্পতিবার দুবাইয়ে ম্যাচের প্রথম দিন শেষে আজহার আলী অপরাজিত থাকেন ১৪৮ রানে। অপর ওপেনার সামি আসলাম উইকেট দেয়ার আগে করেন ৯০ রান। এতে দিনশেষে পাকিস্তানের সংগ্রহ পৌঁছে ২৭৯/১-এ। টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তানের ওপেনিং জুটিতে ১৫০+ রানের ঘটনা দেখা গেল ৫০ বছরের মাত্র তৃতীয়বার। দুবাই মাঠে ওপেনিং জুটিতে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। এখানে আগের রেকর্ডে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার আলভারো পিটারসেন ও গ্রায়েম স্মিথ গড়েন ১৫৩ রানের ওপেনিং জুটি।

অনলাইন আপডেট

আর্কাইভ