ঢাকা, শনিবার 20 April 2024, ০৭ বৈশাখ ১৪৩০, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

দশ টাকার চাল বিতরণে অনিয়ম নিয়ে সংসদে আলোচনা

অনলাইন ডেস্ক: সারাদেশে  হতদরিদ্রদের জন্য দশ টাকা কেজি মূল্যের চাল বিতরণে সংঘটিত অনিয়ম নিয়ে আজ সংসদে আলোচনা হয়েছে।

সংসদের দ্বাদশ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সম্পূরক প্রশ্ন করেন সরকার দলীয় সদস্য মীর শওকাত আলী বাদশা।

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অনিয়ম হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাল বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

অনিয়ম প্রশ্নে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতি ৫০০ জনের জন্য একজন ডিলার নিয়োগ করা হয়েছে। ডিলার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হতদরিদ্রদের তালিকা করে সেই অনুযায়ী চাল বিতরণ করবে। এই তালিকা প্রস্তুত কালে কোনো গড়মিল বা অনিয়ম যেন না থাকে সংসদ সদস্যরা সেই তালিকা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। সরকারি কর্মকর্তারাও যেন পরীক্ষা করে দেখেন। যদি কেউ তালিকায় অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিলারদের ডিলারশিপ বাতিল করা হবে। নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যাদের প্রয়োজন তাদের নাম না থেকে যদি স্বচ্ছল কারও নাম থাকে তাহলে ঐ স্বচ্ছলদের নাম বাতিল হবে এবং অস্বচ্ছলদের নাম দেওয়া হবে।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ