ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

লিবিয়া উপকূলে ৬ হাজার অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক: লিবিয়া উপকূলে সোমবার ৩৯টি নৌকা থেকে ৬ হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। তারা ইউরোপ পৌঁছানোর চেষ্টা করছিলেন।

দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একদিনে সবচেয়ে বেশি জীবিত অভিবাসী উদ্ধার করার রেকর্ড। সংস্থাটি জানিয়েছে ৩২টি রাবারের নৌকা, পাঁচটি নৌকা ও দুটি ছোট নৌকায় প্রায় ৬ হাজার ৫৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে একটি ডিঙিতেই ৭২৫ জন অভিবাসী ছিলেন।

তিন বছর আগে ইতালিয়ান দ্বীপ লামপেদুসা উপকূলে এক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসী মারা গিয়েছিলো।

সেই মৃত্যুর ঘটনা থেকেই নড়েচড়ে বসে পুরো বিশ্ব। এরপর অভিবাসীদের উদ্ধার কার্যক্রম শুরু হয়। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকেই এসব অভিবাসীরা পালাতে থাকে।

ইতালির কোস্ট গার্ড জানায়, অভিবাসীদের মাঝে এক সন্তানসম্ভবা নারী ও শিশুকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হযেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, চলতি বছরেই প্রায় ১ লাখ ৩২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে। আসার পথে পানিতে ডুবে মৃত্যু হয়ৈছে ৩ হাজার ৫৪ জনের। স্কাই নিউজ

অনলাইন আপডেট

আর্কাইভ