ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

আফগানিস্তানকে ২০৮ রানের দুর্বল টার্গেট দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: আজ দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২০৮ রানের দুর্বল টার্গেট দিয়েছে বালাদেশ, যা প্রথম ওয়ান ডে'র তুলনায় অনেক কম। প্রথম ওয়ানডে তে ২৬৬ রানের টার্গেট দিয়েছিল মাশরাফিরা। অর্থাৎ আজকের ম্যাচে শততম ওডিআই জয় নিশ্চিত করতে হলে ২০৮ রান করার আগেই থামাতে হবে আফগানিস্তানকে।

আফগানিস্তানের তিন দিনের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ইনিংসের শেষ দিকে মোসাদ্দেক হোসেন ঝড়ে ২০৮ রান করেছে বাংলাদেশ। ৪৯.২ ওভারে ২০৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার আড়াইটায় ম্যাচটি শুরু হয়। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আজগর স্তানিকজাই।

একাদশ ওভারে মিরওয়াইজ আশরাফের বলে বাউন্ডারির কাছে দৌলত জদরানের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (২০)। এরপর বেশিক্ষণ থাকতে পারেননি অপর উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। মাত্র ২০ রান করার পর আশরাফের বলেই আউট হন তিনি।

ইনিংসের ২৫তম ওভারে নবীন-উল-হকের বলে বোল্ড হন মাহমুদুল্লাহ রিয়াদ (২৫)। এর আগে তৃতীয় উইকেট মুশফিকুর রহিমের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৭.১ ওভারে রহমত শাহের বলে বাউন্ডারির কাছে বোল্ড হন মুশফিকুর রহিম (৩৮)।

৩২তম ওভারে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান (১৭)। পরের ওভারের প্রথম বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন সাব্বির রহমান (৪)। ৩৪তম ওভারে মোহাম্মদ নবীর বলে আউট হন অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা (২)। ৪২.৩ ওভারে রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তাইজুই ইসলাম (১০)। পরের বলেই সাজঘরে ফেরেন তাসকিন আহমেদ (০)। ৪৯.২ ওভারে রুবেল হোসেন রান আউট হলে ২০৮ রানে থামে বাংলাদেশের ব্যাটিং ইনিংস। অপরদিকে ৪৫ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন।

আফগানিস্তানের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ খান। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ নবী। এছাড়া মিরওয়াইজ আশরাফ ২টি এবং নবীন-উল-হক ও রহমত শাহ একটি করে উইকেট নেন।

আজকের ম্যাচে মোসাদ্দেক হোসেনের অভিষেক হচ্ছে। প্রথম ম্যাচে ৩৭ রান করা ইমরুল কায়েসের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে তাকে। এছাড়া একাদশে আর কোনো পরিবর্তন আসেনি।

৩ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগার বাহিনী। আজকের ম্যাচে জয় পেলে তা হবে বাংলাদেশের শততম ওডিআই জয়।

বাংলাদেশ একাদশ:

মাশরাফি-বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং রুবেল হোসাইন।

আফগানিস্তান একাদশ:

আজগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নওরোজ মণ্ডল, রহমত শাহ, হাসমত উল্লাহ শহীদি, নজিবুল্লাহ জদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মিরওয়াইজ আশরাফ, দৌলত জদরান এবং নবীন-উল-হক।

অনলাইন আপডেট

আর্কাইভ