বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বিএনপি এখনো ষড়যন্ত্রে লিপ্ত -স্বেচ্ছাসেবক লীগ

স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবক লীগ অভিযোগ করেছে বিএনপি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামীদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পরও তারা এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া দেয়নি। বিএনপি বেনিফিসিয়ারি দল বলে এটা সম্ভব হয়েছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভায় সংগঠনের নেতারা এ অভিযোগ করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান, নির্মল রঞ্জন গুহ, মোবাশ্বের চৌধুরী, ইকবাল হোসেন, অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ। সংগঠনের নেতারা বিএনপির অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানান। সভায় বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ায় শোকরানা আদায়, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য জেলা উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও জেলা উপজেলা সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জনশক্তি রফতানি বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহবান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ