ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

'বাংলাদেশর বন্যা ফারাক্কাবাঁধ খুলে দেয়ার কারণে হয়নি'

অনলাইন ডেস্ক: বাংলাদেশ অভিমুখে ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়নি বলে দাবি করেছেন দেশটির একজন মুখপাত্র। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনের জবাবে এ দাবি করে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ফারাক্কা বাধ খুলে দেয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে এমন দাবি করে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় গঙ্গার পানি নির্বিঘ্নে প্রবাহিত হচ্ছে। এটা নিয়মমাফিক একটি কাজ।

বাংলাদেশের এক মন্ত্রীর কথা উল্লেখ করে বলা হয়, মন্ত্রীও বলেছিলেন যে, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হবে না। বৃষ্টির সময়ে এটি খুলে দেয়া হয়। এটা রুটিনমাফিক একটি কাজ। 

বিবৃতিতে বলা হয়, বৃষ্টির সময় ভারত-বাংলাদেশের দুই দেশই বন্যা আতঙ্কে থাকে। বাংলাদেশের ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সেন্টারও বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ বলেছে এবং আগস্ট মাসে পানি কোনো অস্বাভাবিক বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে। ফারাক্কা বাঁধ খুলে দেয়া ছিল স্বাভাবিক প্রক্রিয়া।

অনলাইন আপডেট

আর্কাইভ