ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

আইএসের ৮০ তেল ট্যাংকার ধ্বংসের দাবি পেন্টাগনের

অনলাইন ডেস্ক: সিরিয়ায় গত এক সপ্তাহে জঙ্গিগোষ্ঠী আইএসের ৮৩টি তেল ট্যাংকার ধ্বংসের দাবি করেছে পেন্টাগন। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় এসব তেল ট্যাংকার ধ্বংস হয় বলে দাবি করা হয়েছে। রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ম্যাথু অ্যালেন বলেন, মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী রবিবার সন্ধ্যার দিকে বিমান হামলা চালায়। ইরাক সীমান্তবর্তী দেইর আজ-জোর প্রদেশের আলবু কামাল এলাকায় এসব হামলা চালানো হয়।

অ্যালেন বলেন, আইএসের তহবিল দুর্বল করা এবং তেল চোরাচালানের ক্ষমতা ধ্বংসের জন্য বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র এ অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন টাইডাল ওয়েভ’। এর অংশ হিসেবে বহুজাতিক বাহিনী জঙ্গিদের নিয়ন্ত্রণে থাকা তেল স্থাপনাগুলোর ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে।

২০১৪ সাল থেকে সিরিয়া ও ইরাকে আইএসের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী। এ জোটে ৬০টিরও অধিক দেশ রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ