ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ইউজিসির তদন্ত দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে




অনলাইন ডেক্স : জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ উঠায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে গেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত দল। 
আজ বৃহস্পতিবার দুপুরে তদন্ত দল ওই ক্যাম্পাসে যান বলে ইউজিসির অতিরিক্তি পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুক নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত দলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। 
ওমর ফারুক জানান, জঙ্গি কর্মকা-ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার বিভিন্ন তথ্য উঠে আসার পরিপ্রেক্ষিতে ইউজিসির তদন্ত দল সেখানে গেছেন।  
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার দেয়া প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪০ জন ছাত্রের তথ্য চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তালিকাটি পাঠায়। এসব শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।  
ওই শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ১১ জন। এ ছাড়া বিবিএ, ফিন্যান্স ও প্রকৌশলসহ আরও কয়েকটি বিভাগের শিক্ষার্থীও রয়েছেন।  
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত দল নর্থ সাউথ ক্যাম্পাসে সরেজমিন তদন্তকালে ওই ৪০ শিক্ষার্থীর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবে। 
পুলিশের তৈরি করা তালিকায় নিখোঁজ ১০ ছাত্রের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও। এসব বিশ্ববিদ্যালয়টির বিষয়ে  তদন্তে নেমেছে ইউজিসি।

অনলাইন আপডেট

আর্কাইভ