শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং ইউএনও/ডিসির যৌথ স্বাক্ষরে বেতনভাতা উত্তোলন করা যাবে

স্টাফ রিপোর্টার : শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং ইউএনও/ডিসির যৌথ স্বাক্ষরে বেতনভাতা উত্তোলন করা যাবে। গতকাল শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ/প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা হয়ে থাকে। সংসদ সদস্যগণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি পদে থাকা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ মর্মে নির্দেশনা প্রদান করছে যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৬(খ) এবং ৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী কোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি উত্তোলনে সমস্যার সৃষ্টি হলে সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অধ্যক্ষ/প্রধানশিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ