শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

এইচপি স্কোয়াডে ডাক পেলেন ২৪ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার : ২০১৬-১৭ মওসুমের হাই পারফরমেন্স (এইচপি) ক্যাম্প শুরু হবে ১৭ জুলাই। ক্যাম্প পরিচালিত হবে বিসিবি একাডেমি ভবনে। ২০১৬-১৭ মওসুমের হাই পারফরমেন্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৬ জুলাই ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। ছয় ক্যাটাগরি মিলে এইচপি স্কোয়াডে ডাক পেয়েছেন ২৪ ক্রিকেটার। টপঅর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, স্পিন বোলার, অলরাউন্ডার, পেস বোলার ও উইকেটকিপার ক্যাটাগরি ভাগ করে ক্রিকেটারদের সুযোগ দেয়া হয়েছে। ডাক পাওয়া ক্রিকেটারদের বেশিরভাগই তরুণ ও উঠতি ক্রিকেটার। কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও আছেন। তবে সেটা সংখ্যায় খুব কম। প্রিমিয়ার লিগে ব্যাট হাতে আলো ছড়ানো ভিক্টোরিয়ার ওপেনার আব্দুল মজিদকে রাখা হয়েছে এইচপিতে। প্রাইম ব্যাংকের মেহেদী মারুফও ঠাঁই পেয়েছেন। মিডল অর্ডারে মিরাজ, সাইফ হাসান, নাজমুল শান্তদের সঙ্গে লিগে ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে থাকা আল-আমিন সুযোগ পেয়েছেন এইপি স্কোয়াডে। স্পিনে সানজামুল, সাকলাইনদের সঙ্গে অভিজ্ঞ তানভীর হায়দারের জায়গা হয়েছে। তবে এ বিভাগে চমক লেগ স্পিনার নুর হোসেন মুন্না। প্রায় হারিয়ে যেতে থাকা মুন্না এবার লিগে কলাবাগান একাডেমির হয়ে খেলেছেন। অলরাউন্ডার ক্যাটাগরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মেহেদী হাসান, সিসিএসের সাইফউদ্দিন ও আলাউদ্দিন বাবু ডাক পেয়েছেন। মেহেদী হাসান রানা, আবু হায়দার রনি, শুভাশীষ রায়দের সঙ্গে পেস বিভাগে পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেন, নুর আলম সাদ্দামকে রাখা হয়েছে। উইকেট কিপিংয়ে দু’জন তরুণকেই সুযোগ দেয়া হয়েছে। তারা হলেন জাকির হাসান ও ইরফান শুক্কুর। ২০১৯ সাল অবধি এইচপির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়া সিমন হেলমট। স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হিসেবে কোরে জন বকিংকেও নিয়োগ দিয়েছে বিসিবি। তাদের সঙ্গে থাকবেন চার-পাঁচজন স্থানীয় কোচ।
এইচপিতে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন :
টপঅর্ডার ব্যাটসম্যান : সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ ও আব্দুল মজিদ। মিডল অর্ডার ব্যাটসম্যান : মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আল-আমিন ও তাসামুল হক। স্পিন বোলার : সানজামুল ইসলাম, নুর হোসেন মুন্না, তানভীর হায়দার খান ও সাকলাইন সজীব। অলরাউন্ডার : মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আলাউদ্দিন বাবু। পেস বোলার : আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাশীষ রায়, নুর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী। উইকেটকিপার : ইরফান শুক্কুর ও জাকির হাসান।

অনলাইন আপডেট

আর্কাইভ