ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক: যশোরে পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর কথিত ‌‌'বন্দুকযুদ্ধে' এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশের ভাষ্য, রোববার বিকালে আটক হন জেলা শহরের খড়কি এলাকার ওলিয়ার রহমানের ছেলে আক্তারুজ্জামান ডিকু। রাতে শহরতলীর ধর্মতলা রেল ক্রসিং এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, রোববার বিকালে খড়কির নিজ বাড়ি থেকে আক্তারুজ্জামান ডিকুকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে।

ওসি বলেন, তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। শহরতলীর ধর্মতলা রেল ক্রসিং এলাকায় পৌঁছলে ডিকুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও শটগানের গুলি ছোড়ে।

“এক পর্যায়ে সহযোগীদের ছোড়া গুলিতে ডিকু আহত হন।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, কোতোয়ালি থানার এসআই মানিক রাত আড়াইটার দিকে ডিকুকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনেন। তার ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লেগেছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ