শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চাটমোহরের ৫ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়

পাবনা সংবাদদাতা :  ৩য় ধাপে অনুষ্ঠিত পাবনার চাটমোহর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে।
গত শনিবার রাত ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনের কন্ট্রোল রুমে থেকে স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বেরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে মথুরাপুর ইউনিনের আওয়মী লীগ প্রার্থী সরদার আজিজুল হক (নৌকা) ২ হাজার ৫৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. আবুল কালাম আজাদ (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৫৫৬ ভোট। ডিবিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মো. নবীর উদ্দিন মোল্লা (নৌকা) ৬ হাজার ৯৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান মজনু (আনারস) পেয়েছেন ৬ হাজার ১৮৩ ভোট। মূলগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. রাশেদুল ইসলাম বকুল (নৌকা) ১২ হাজার ৪’শ ৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. গিয়াস উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৭৮৫ ভোট। ফৈলজানা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. হানিফ উদ্দিন (নৌকা) ১২ হাজার ৫৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. শাহাজাহান আলী (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ২০০ ভোট। এছাড়া পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব মো. আজাহার আলী (নৌকা) ৫ হাজার ২৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. রবিউল করিম তারেক (ধানের শীষ) পেয়েছেন ৪’হাজার ৫’শ ৭৩ ভোট।

অনলাইন আপডেট

আর্কাইভ